শুক্রবার , ১৪ জুন ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘তুই পারবি’, রিশাদকে বলেছিলেন শান্ত

Paris
জুন ১৪, ২০২৪ ১২:০৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ২৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। আর এমন জয়ের ফলে সুপার এইটের পথ অনেকটাই নিশ্চিত টাইগারদের। ম্যাচে সাকিব আল হাসানের ব্যাটিংয়ের পর বল হাতে ভেলকি দেখান রিশাদ হোসেন। এই লেগির ১৫তম ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়।

মাচ শেষে মিক্স জোনে রিশাদ বলেন, ‘শান্ত ভাই আমাকে বলেছেন, ”তুই পারবি, চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা।” যখনই বোলিংয়ে আসি, চিন্তা করি দলকে কী দেওয়া যায়। উইকেট দিয়ে হোক কিংবা ডট বল দিয়ে হোক; চেষ্টা করেছি শুধু। বাকিটা আল্লাহ দিয়েছেন।’

সেন্ট ভিনসেন্টের উইকেট নিয়ে রিশাদ বলেন, ‘উইকেট ভালোই ছিল। আমরা চেষ্টা করেছি নিজেদের সামর্থ্য দিয়ে খেলার জন্য। মাঠে যারা ছিলাম, কখনোই মনে হয়নি হারার জন্য নেমেছি বা হেরে যাচ্ছি। সব সময় চিন্তা করেছি ফলাফল শেষ বলে দেখা যাবে। আমার মনে হয় ৫-১০ রান কম হয়েছে, তবে ঠিক আছে।’

সাকিবকে নিয়ে রিশাদ বলেন, ‘সাকিব ভাইয়ের প্রতি আমরা মোটেই আস্থা হারাইনি। আমরা জানি, বিগত দিনগুলোতে সাকিব ভাই কী করে আসছেন। সাকিব ভাইয়ের প্রতি সবার বিশ্বাস আছে। ইনশা আল্লাহ, (সেটা) আজকে দেখেছেন। আলহামদুলিল্লাহ।’

‘চাপ কিছু না, আমরা যখন ১১ জন মাঠে নামি, চেষ্টা করি সবাই এক হয়ে থাকার জন্য। প্রতিদিন তো একজন ভালো খেলে না। দিনে দিনে উন্নতি হচ্ছে। সামনে যতগুলো ম্যাচ আছে, অবশ্যই সবাই ভালো খেলার চেষ্টা করব।’-যোগ করেন তিনি।

 

সর্বশেষ - খেলা