তিন বন্ধুর জালে ধরা পড়েছে ৪ কেজির আইড়

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর শাখা বড়াল নদে তিন বন্ধুর জালে ধরা পড়েছে ৪ কেজি উজনের একটি আইড় মাছ।

সোমবার বেলা ১১টার দিকে বড়াল নদের আড়ানী রেল ব্রিজের নিচে পাওয়া মাছটি তিন বন্ধু মিলে দাম হাকেন তিন হাজার টাকা। পরে স্থানীয় এক এনজিও কর্মী দুই হাজার ৭০০ টাকায় ক্রয় করে নিয়ে যায়।

জানা গেছে, উপজেলার আড়ানী পৌর বাজার এলাকার অর্ঘ্য কুমার হালদার, সুবাস কুমার হালদার, আকাশ কুমার হালদারসহ তিন বন্ধু আড়ানী রেল ব্রিজের নিচে জাল দিয়ে মাছ শিকার করতে যান। এ সময় তাদের জালে ৪ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়ে। মাছটির দাম চাওয়া হয় তিন হাজার টাকা। পরে স্থানীয় এনজিও কর্মী মোজাক্কের আলী দুই হাজার ৭০০ টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যান।

এ বিষয়ে অর্ঘ্য কুমার হালদার বলেন, আমরা মাছ ধরে সংসার পরিচালনা করি। বর্তমানে বড়ালে পানি নেই। রেল ব্রিজের নিচে কিছু পানি আছে। এখানে তিন বন্ধু মিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মাছটি পেয়েছি। তবে মাছটি আড়ানী পৌর বাজারে নিয়ে গেলে দেখার জন্য অনেকেই ভিড় করেন। মাছটি দুই হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উপজেলার মধ্যে ৫ কিলোমিটার এলাকা বড়ল নদ রয়েছে। বর্তমানে অধিকাংশস্থানে পানি শুন্য হয়ে পড়েছে। বড়াল ব্রিজের নিচে কিছুটা পানি আছে, সেখানে স্থানীয় জেলেরা মাছ ধরে। এরমধ্যে একটা বড় মাছও পাওয়া যায়।