বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তিনদিনের রিমান্ডে এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল

Paris
অক্টোবর ১০, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির নামে এক কিশোর হত্যা মামলায় বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই আদেশ দেন।

এদিন মনিরুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই গুলশানে প্রগতি সরণির শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলছিল। বাহাদুর হোসেন মনির নামে ওই কিশোর রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়।

পরে একজনের কল পেয়ে রাস্তায় ছেলেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখেন তার বাবা আবু জাফর। সেখান থেকে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর গত ৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনির বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আইন আদালত