তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজনের মনোনয়নপত্র দাখিল

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মেয়র আবুল কালাম আজাদের দলীয় নেতৃবৃন্দ নিয়ে নির্বাচনী মনোনয়নপত্র দাখিল করেন।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাহেরপুর পৌরসভার বর্তমান মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আ’লীগের দলীয় প্রার্থী হিসেবে রোববার (১৭ জানুয়ারী) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি পরপর দুই বার মেয়র নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, উপজেলা আ’লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, সদস্য এস.এম. এনামুল হক, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার মৃধা মুনছুর, সহ-সভাপতি আমজাদ হোসেন, আ’লীগ নেতা কাউসার আলী, সত্যজিৎ রায় তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক শাহী, রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুজ্জামান তুহিন মৃধা, সাধারণ সম্পাদক কোরবান আলী প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ।

পরে দলীয় নেতৃবৃন্দ সহউপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র আবুল কালাম আজাদ।

অপরদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আবু নঈম সামসুর রহমান মিন্টু দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবুে সাইদ চাঁদ, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলিম বাবুসহ নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক এসএম আরিফুল ইসলাম আরিফ এবং নওশাদ আলী ও হেকমতুল্লাহসহ মোট পাঁচজন প্রার্থী মেয়র পদে তাদের মনোনয়নপত্র জমা দেন। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তাহেরপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৪০জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

বাগমারা উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন শান্তিপূর্ণ ভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।