তালেবানের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা, প্রাণ গেল বেসামরিকের

পূর্ব আফগানিস্তানে একটি তালেবানের একটি গাড়িকে লক্ষ্য করে রাস্তার পাশের বোমা হামলায় শনিবার অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। তালেবান ও স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানান।

একটি তালেবান গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়, এতে একটি শিশু নিহত হয়। জেলা পুলিশপ্রধান ইসমাতুল্লাহ মুবারিজ বলেন, কোনো তালেবান যোদ্ধার ক্ষতি হয়নি।

কেউ তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে পূর্ব নানগারহার প্রদেশে সক্রিয় ইসলামিক স্টেট এর মধ্যেই তালেবানদের লক্ষ্য করে কয়েকটি হামলা চালিয়েছে।

স্থানীয় হাসপাতালের এক কর্মকর্তা জানান, হামলার পর দুটি মৃতদেহ এবং চারজন আহত বেসামরিক নাগরিককে হাসপাতালে নেওয়া হয়।

সম্প্রতি, আইএস আফগানিস্তানে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তারা উত্তর, দক্ষিণ এবং রাজধানী কাবুলে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির ঘন ঘন আক্রমণ চালানোর ক্ষমতা যুদ্ধবিধ্বস্ত দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার তালেবানের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

গত সপ্তাহে, দক্ষিণ আফগানিস্তানে একটি শিয়া মসজিদে মারাত্মক আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। যে ঘটনায় ৪৭ জন নিহত এবং অনেকে আহত হন। দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্থানের পর এটি ছিল সবচেয়ে মারাত্মক হামলা।

 

সূত্রঃ কালের কণ্ঠ