তালেবানের ইউনিফর্ম পাচ্ছে আফগান পুলিশ

আফগানিস্তানের পুলিশ বাহিনীকে নতুন ইউনিফর্ম প্রদান করতে যাচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।

স্থানীয় গণমাধ্যম খমা প্রেসকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপমুখপাত্র ইঞ্জিনিয়ার ইজাম বলেন, তালেবানের সহযোগী পুলিশ সদস্যের ইতোমধ্যে ইউনিফর্ম দেওয়ার কাজ শুরু করা হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটির সাড়ে তিন লাখ সদস্যের নিরাপত্তা বাহিনী ভেঙে দেওয়া হয়। আফগানিস্তানে নতুন সশস্ত্র বাহিনী গঠনের কথা জানিয়েছে ইসলামিক আমিরাত সরকার।

সমগ্র আফগানিস্তানের সাধারণ মানুষ ইসলামিক আমিরাত সরকারকে তাদের বাহিনীর পদাধারীদের সুনির্দিষ্ট ইউনিফর্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে তারা তালেবান এবং ডাকাতদের চিহ্নিত করতে পারেন।

খমা প্রেসের খবরে বলা হয়েছে, তালেবানের সহযোগী যে সব সদস্য আফগানিস্তানের সাধারণ মানুষদের নিরাপত্তা দিচ্ছেন, তাদের সুনির্দিষ্ট ইউনিফর্ম নেই। তারা সাবেক নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম পরছেন।

 

সূত্রঃ যুগান্তর