‘তারা আমার ঘরে ঢোকে এবং আমাকে হেনস্তা করে’

বেগম ফয়েজ ইসা, পাকিস্তান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ফয়েজ ইসার স্ত্রী অভিযোগ করেছেন- কয়কজন দুষ্কৃতকারী তাঁর ঘরে প্রবেশ করে তাঁকে হেনস্তা করে এবং হুমকি দেয়। কেন্দ্রীয় ও সিন্ধু প্রদেশের সরকার বরাবর তিনি লিখিত অভিযোগ করেন।

বিস্তারিত বিবরণ অনুযায়ী সেরেনা ইসা তাঁর বিবৃতিতে বলেন, ‘আমি তখন আমাদের সরকারি ভবনে রং করানোর কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে আমাকে এ কাজে সাহায্য করছিল। এ সময় দুজন অচেনা মানুষ আমাদের ওই ভবনে প্রবেশ করে এবং আমাকে হেনস্তা করে। পরে তারা আমাকে হুমকি দেয়।’ সেই সঙ্গে ওই দুজন ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে নেয়।

তিনি আরো বলেন, ‘এর কিছুক্ষণ পর আরো দুজন বাসায় আসে এবং আগের দুজনের মতোই আমাকে হুমকি দিয়ে যায়। ওই ব্যক্তিরা দাবি করে, তারা সরকারি কোনো একটি বিভাগের লোক।’

তিন পাতার ওই বিবৃতিতে তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ