তামিমের বরিশালকে আবারও হারাতে চায় মাহমুদউল্লাহর খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্বের প্রথম দেখায় তামিম ইকবালের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছিল সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনা। ওই জয়ে আত্মবিশ্বাসী খুলনা আগামীকাল শুক্রবার ফিরতি পর্বে আবারো বরিশালকে হারাতে চায়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। কাতারে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

টুর্নামেন্টের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচেই বরিশালকে প্রতিপক্ষ হিসেবে পায় সাকিব-মাহমুদউল্লাহর খুলনা। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান করে বরিশাল। জবাবে ১ বল বাকী রেখে ৬ উইকেটে ১৫৫ রান তুলে জয়ের স্বাদ নেয় খুলনা। জয় দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচে মিনিস্টার রাজশাহীর কাছে হেরে যায় খুলনা। রাজশাহীর বোলারদের নৈপুণ্যে তারা ৬ উইকেটে মাত্র ১৪৬ রান তুলেছিল। কাগজে কলমে দুর্বল দল রাজশাহী ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়।

বর্তমানে ৪ ম্যাচে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট খুলনার। দলটির সহকারী কোচ আফতাব আহমেদ বলেন, ‘করোনা কারণে দীর্ঘদিন খেলা থেকে সকলেই দূরে ছিল। তাই শতভাগ দেওয়াটা কঠিন। তবে খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে এবং ধীরে-ধীরে নিজেদের সেরা পারফরমেন্সে ফিরছে। আমি মনে করি, চার ম্যাচ শেষে আমরা ভালো অবস্থায় ফিরেছি। আশা করছি পরের চার ম্যাচে এটা অব্যাহত থাকবে। প্রথম পর্বে বরিশালকে হারিয়েছিলাম। তাই কালকের ম্যাচ নিয়ে আশাবাদী।

 

সূত্রঃ কালের কণ্ঠ