তানোর পৌর নির্বাচনে মেয়র ৪ প্রার্থী, কাউন্সিলর ৪৯ প্রার্থী মনোয়নপত্র দাখিল


তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে আসন্ন তানোর পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে গতকাল রবিবার বিকালে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহাতোর কার্যালয়ে আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টি ও বিএনপি বিদ্রোহী প্রার্থীসহ ৪জন মেয়র প্রার্থীর মনোয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন আ”লীগের দলীয় মনোনীত প্রার্থী (নৌকা) ইমরুল হক, বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী (ধানের শীর্ষ) বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক, বিএনপির বিদ্রোর্হী প্রার্থী ছাত্রদল নেতা আব্দুল মালেক। অপর দিকে কাউন্সিলর মহিলা প্রার্থী ১৪ জন ও পুরুষ প্রার্থী ৩৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বিকাল ৩ টার দিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপি’র আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, সদস্য-সচিব বিশ্বনাথ সরকার, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা-আল-মামুন, জেলা বিএনপির সাবেক সদস্য সাওয়াল, তানোর উপজেলা বিএনপি’র আহবায়ক আখিরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান, বিএনপির নেতা হয়তর আলীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকাল চারটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো,সাধারণ সম্পাদক ওহাব সরদার, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান পাপুল সরকার, সাবেক ছাত্রলীগ নেতা মৃদুল কুমার ঘোষ, সাবেক কাউন্সিলর পিয়ারুল হক, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা, আওয়ামী লীগ নেতা সুনিল দাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ৩টায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক,বিএনপির বিদ্রোহ প্রার্থী সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুল মালেক মনোনয়নপত্র দাখিল করেন।

স/রি