তানোর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ

তানোর  প্রতিনিধি:

ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর তানোর পৌরসভায় ১হাজার ৫৪০ দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো প্রধান অতিথি হিসাবে  বুধবার সকালে তানোর পৌরসভা চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান, প্যানেল মেয়র শুম্ভনাথ হলদার, আব্দুল লতিফ মন্ডল, কাউন্সিলর তাসির উদ্দিন, কাউন্সিলর মুনসুর সোনার, মুরসালিন শেখ, আব্দুল মান্নান, মশিউর রহমান মুরসেদ, আব্দুল বারি, উজ্জল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর পলি বেগম, জুলেখা বেগম, কার্যসহকারী মাহবুর প্রমুখ।

নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো চাল নিতে আসা ব্যক্তিদের উদ্দশ্যে বলেন, ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এটি বিশেষ উপহার। আপনারা সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চাল নিবেন। আপনারা জানেন আমিসহ আমার পরিবার করোনায় আক্রান্ত ছিলাম। মহান সৃষ্টি কর্তার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে পুনরায় আপনাদের সেবায় নিয়োজিত আছি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন , মহান আল্লাহর ইচ্ছায় এই ঈদে সবার সঙ্গে সমন্বয় করে চাল বিতরণ করতে পেরে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা ইউএনও মহোদয়ের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন।

স/আ.মি