তানোরে শোক দিবসের অনুষ্ঠান ঘিরে আ.লীগের দুগ্রুপে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে রাজশাহীর তানোরে আওয়ামী লীগের দুগ্রুপে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এমপি পক্ষ ও এমপিবিরোধী পক্ষ কাউকেই আলোচনা সভার অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন।

জানা গেছে, উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা’র লিখিত অনুমতি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শোক দিবসের অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেয়া হয়। তবে এই শোক দিবসের অনুষ্ঠান বাতিল করতে এমপি ফারুক চৌধুরীর অনুসারী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও ওয়ার্কার্স পার্টির নেতা ভাইস চেয়ারম্যান আবু বক্করসহ এমপির অনুসারী নেতাকর্মীর ১৩ আগষ্ট পাল্টা কর্মসূচির ঘোষণা দেন। তারা ওইদিন সন্ধ্যায় তড়িঘড়ি করে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী ও দপ্তর সম্পাদক জিল্লুর রহমান মাস্টার উপজেলা পরিষদ হলরুমে এমপির উপস্থিতিতে দর্লীয় ভাবে শোকদিবসের প্রোগ্রাম করবেন বলে ঘোষণা দেন। তারা হলরুম ব্যবহারের অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহাতো কাছে আবেদন দেন। এতে শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ ও এমপি ফারুক চৌধুরীর অনুসারীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউএনও জেলা প্রশাসকের পরামর্শ মতে উভয় পক্ষকেই উপজেলা পরিষদ হলরুম ব্যবহারের অনুমতি দিবেন না বলে জানিয়ে দেন।

স/আর