বুধবার , ১০ এপ্রিল ২০১৯ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তানোরে যুবতীকে উত্ত্যক্তে বাধা দেয়ায় একজনকে পিটিয়ে আহত

Paris
এপ্রিল ১০, ২০১৯ ৯:৫৬ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে নিলুফা খাতুন (২১) নামে এক যুবতীকে উত্ত্যক্তসহ তার নিজ বাড়িতে যেতে বাধা দেয় এলাকায় কতিপয় বখাটে। নিরুপায় হয়ে ওই যুবতী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পুলিশি পাহারায় তাকে তার বাড়িতে পৌছে দেয়। এদিকে পুলিশ চলে আসার পর ওই বখাটেরা আবার ওই যুবতীকে বাড়ি থেকে বের করার চেষ্টা করে এবং বাড়ির দরজাসহ আসবাপপত্র ভাংচুর করে। নিলুফার পক্ষে কথা বলেতে গিয়ে আজিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে বখাটে আপেলসহ তার লোকজন বেধড়ক মারপিট করে। এতে অজ্ঞান হয়ে যান তিনি। পরে অজ্ঞান অবস্থায় তাকে তানোর থানা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

এ বিষয়ে বুধবার সকালে নিলুফা খাতুন ও আহত আজিজুলের বড় ভাই আব্দুল মজিদ বাদি হয়ে পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ করেছেন থানায়। থানায় অভিযোগ করায় বখাটেদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না নিলুফা।

নিলুফা খাতুন বলেন, আপেলের কুপ্রস্তাবে আমি রাজি হইনি। তাই সে আমাকে অসহায় পেয়ে যা ইচ্ছে তাই করছে। আমার নামে এলাকায় মিথ্য অপবাদ ছড়াচ্ছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কামারগাঁ ইউনিয়নরে মাদারীপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে নিলুফাকে একই এলাকার আপেল কুপ্রস্তাব দিয়ে আসছিল। নিলুফা তার প্রস্তাবে রাজি হননি। অভাবের সংসারে অর্থ উপাজন করতে নিলুফা ঢাকায় গার্মেন্সে চাকরি করতে যান। অসুস্থ্ বাবাকে দেখার জন্য তিনি মঙ্গলবার সকালে নিজ বাড়িতে আসেন। নিলুফাকে দেখতে পেয়ে আপেল ও তার বন্ধুরা নিলুফাকে বাড়ি যেতে বাধা দেয়। একপর্যায়ে নিলুফাকে মারপিট করে আপেল। তিনি নিজ বাড়িতে যেতে না পেরে বিষয়টি ৯৯৯ নম্বরে কল করে জানান। থানা থেকে পুলিশ গিয়ে নিলুফাকে বাড়িতে পৌঁছে দেয়। বিকালে আবারও আপেল তার লোকজন নিয়ে নিলুফার বাড়িতে গিয়ে তাকে বাড়ির বাহিরে বের করার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ওই এলাকার আজিজুর নামে এক ব্যক্তি নিলুফার পক্ষে কথা বলেন। সে রাগে রাত ৮টার দিকে মাদারীপুর বাজারে আপেল ও তার লোকজন আজিজুরকে মারপিট করে। বুধবার সকালে তানোর স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা গেছে, আজিজুর অচেতন অবস্থায় বেডে শুয়ে রয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বুধবার দুপুরে ঘটনা স্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন।

আহত আজিজুর রহমানের ভাই আব্দুল মজিদ বলেন, ওই বখাটেদের বিরুদ্ধে থানায় অভিয়োগ করায় আপেলসহ তার লোকজন আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন।

তানোর থানা (ওসি) খাইরুর ইসলাম বলেন, অভিযোগ দুটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর