তানোরে বিলে মাছ ধরতে গিয়ে বৃদ্ধার মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
তানোরে বিলকুমারী বিলে মাছ ধরতে গিয়ে তানোর কুঠিপাড়া গ্রামের আহম্মাদ (৭০) নামের নিখোঁজ হওয়া এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই বৃদ্ধ’র লাশ বিল কুমারী বিলে ভাসতে দেখে স্থানীয়রা তানোর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে কুঠিপাড়া গ্রামের মৎস্যজীবি বৃদ্ধা আহম্মাদ একাই নৌকা নিয়ে বিল কুমারী বিলে মাছ ধরতে বিলের গিয়েছিলেন। দুপুরের দিকে ঝড় বৃষ্টি শুরু হয়।

বিকেলে গ্রামবাসীরা ওই বৃদ্ধ’র নৌকা নদীর কিনারে দেখে কিন্তু আহম্দকে দেখতে পায়নি। সন্ধা পার হয়ে গেলেও আহম্মদ বাড়িতে না আসায় বাড়ির লোকজন তাকে খুজতে থাকেন।

পরে খবর দেয়া হলে তানোর ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থল পরিদর্শন করলেও ডুবুরীদল না থাকায় বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ডুবুরী আসলে বিলের পানিতে খুজাখজি করা হবে জানিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করতে বলে ফিরে যান।
গ্রামের লোকজন বিলে নৌকা নিয়ে গভীর রাত পর্যন্ত বৃদ্ধকে খুজেও পাননি। রাজশাহী থেকে ডুবুরীদল আসার আগেই সকালে বিলে ভেসে উঠে ওই বৃদ্ধ’র লাশ।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রামেকে পাঠানো হয়েছে।

স/রি