তানোরে পৌর আ’লীগের বর্ধিত সভার নামে জনসভা

নিজস্ব প্রতিবেদক: 

করোনায় স্কুল-কলেজ বন্ধ থাকলেও তানোর পৌর সদরের তানোর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এমপি ফারুক চৌধুরীর স্ব-ঘোষিত তানোর পৌরসভার আয়োজন করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগ দর্লীয় মেয়র পদপ্রার্থী রাজশাহী মহানগর বোয়ালিয়া পশ্চিম শাখা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার সুজন এর আয়োজনে প্রায় হাজার খানিক নেতাকর্মী নিয়ে পৌরসভার ৪,৫,৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে।  রাত থেকেই ওই বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে  অনুষ্ঠানের জন্য হাজারো মানুষের রান্নার কাজ চলে।

তবে আয়োজিত ওই বর্ধিত সভায় তানোর পৌরসভার আয়োজনে নাম দেওয়া হলেও ওই অনুষ্ঠানে তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি ইমরুল হক, সাধারণ সম্পাদক প্রদীপ সরকার এমনকি তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কে অনুষ্ঠানে দাওয়াতই দেওয়া হয়নি।

তাছাড়া এমপি ফারুকের ঘোষিত মেয়রপ্রার্থী আবুল বাশার সুজন অর্থায়নে মহামারী করোনার সময়ে অনুষ্ঠান নিয়ে দর্লীয় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ রয়েছে। তাছাড়া পৌর আওয়ামী লীগের অনুষ্ঠান হলেও বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসতে বাধ্য করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার প্রমুখ।