তানোরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

তানোর প্রতিনিধি:

ইউ কে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ আর্থিক সহযোগিতায় রাজশাহী জেলার তানোর উপজেলায় ৮৫৭ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে করোনা সংকটকালীন সময়ে প্রতিজনকে ১০ কেজি করে খাদ্য সহায়তা (চাউল) দেয়া হয়েছে।

ইউ কে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ তাদের প্রধান কার্যালয়ের কর্মকর্তার বেতন ও বাংলাদেশ ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জে’র কর্মকর্তাদের বেতনের অর্থের মাধ্যমে এ সহয়তা করা হয়।

গতকাল শনিবার বেলা ১২টার দিকে তানোর উপজেলায় চান্দুড়িয়া ডাঃ আবু বকর হাইস্কুল এন্ড কলেজ মাঠে মুক্তি প্রকল্পের ২০টি গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল, উরাও, মুন্ডা, উরাও, মাহালি, শিং, পাহাড়িয়া,রাজবংশী, কোডা) পরিবারের মাঝে খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

বিশেষ অতিথি ছিলেন, এসেডো’র নির্বাহী পরিচালক মো: রবিউল আলম, চান্দুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান, ডাঃ আবু বকর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য মো: মুখলেসুর রহমান, তানোর মুক্তি প্রকল্পের সভাপতি সূরেণ মূর্মূ, এসেডো’র ফিল্ড কোডিনেটন মাহাবুব জামান তপন, আজাহার আলী, মিলন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যম্যান ব্যক্তিবর্গসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা।

আরো পড়ুন …

 

তানোরে মৃত ব্যাক্তির নামে ওএমএস কার্ড, দুই পৌর কাউন্সিলরকে শোকজ নোটিশ