তানোরে কারিতাসের ২ দিনের স্বাস্থ্য উন্নয়নে প্রশিক্ষণ

তানোর প্রতিনিধি:  তানোরে দুই দিন ব্যাপি কারিতাস রাজশাহী অঞ্চল কতৃক প্রজনন ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য প্রজনন স্বাস্থ্য এবং নারী পুরুষের সর্ম্পক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।

মোহর উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষনে তালন্দ ও সরনজাই ইউনিয়নের শিক্ষক, পল্লী চিকিৎসক, ধর্মীয় নেতার, ইউ.পি সদস্য সমাজ নেতাসহ ১০ জন পুরুষ ১০ জন নারী অংশ গ্রহণ করেন।

সকালে প্রশিক্ষনের শেষ দিনে এক আলোচনা সভায় মোহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কারিতাস রাজশাহী অঞ্চলের পিও (স্বাস্থ্য) প্রধান প্রশিক্ষক মিস লুচিয়া মার্ডী। বিশেষ অতিথি ছিলেন, কারিতাস তানোর অফিসের সহকারী মাঠ কর্মকর্তা ও সহ-প্রশিক্ষক আগ্নেশ টুডু ও আন্দ্রেজ পালমা প্রমুখ।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমিটির সভাপতি শুশিল কর্মকার, শিক্ষক মোঃ শরিফুল ইসলাম পল্লী চিকিৎসক ফজলুর রহমান সমাজনেত্রী রুফিনা সরেন ইউ.পি সদস্য ফাইমা বেগম, শওকতারা, হাসিম উদ্দীন ।

স/আ.মি