তানোরে ওয়ার্ল্ড ভিশনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত


তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ২ দিন ব্যাপি বার্ষিক কর্ম পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২ দিন ব্যপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াল্ড ভিশন  তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা।

তানোর উপজেলার ৫ টি কর্ম এলাকার গ্রাম উন্নয়ন কমিটি, সরকারী, এনজিও, ধর্মীয নেতৃবৃন্দ ও শিশু ফোরামের প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভিশন রাজশাহী (এসিও) সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন ওয়ার্ল্ড ভিশন  রাজশাহী টেকনিক্যাল স্পেশালিষ্ট ইফতেখার উদ্দীন আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন ফিল্ড প্রোগ্রাম কোযালিটি স্পেশালিষ্ট গোলাম সারোয়ার। ওয়ার্ল্ড ভিশন তানোর এপির প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল, সন্জিব গাইন, রিকোলাস ঢালী, বিকাশ বিশ্বাষ, ঝুনু লিমা বৈদ্য, বার্নাড কুজুর, তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম বজলুর রশিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান প্রমুখ।

সভায আগামী ১ বছরের জন্য পর্যালোচনা ও কর্ম পরিকল্পনা করা গ্রহন করা হয।

এস/আই