তানোরে ইউপি নির্বাচন : ৬টির ৪টিতেই আ’লীগ প্রার্থীর জয়

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউনিয়ন নির্বাচনে ৬টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বাকি একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী- ৬টির মধ্যে ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন।

নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- তানোরের চান্দুরিয়া ইউনিয়নে মজিবুর রহমান, পাঁচন্দর ইউনিয়নে আব্দুল মতিন, বাঁধাইর ইউনিয়নে আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়নে ফজলে রাব্বি ফরহাদ চৌধুরী। এছাড়া কলমা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (চশমা প্রতীক) খাদেমুন নবী বাবু চৌধুরী এবং তালন্দ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) নাজিম উদ্দিন বাবু জয়লাভ করেছেন বলে জানা গেছে। তানোরের সরনজাই ইউনিয়নের নির্বাচন স্থাগিত রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ নভেম্বর)সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তানোর উপজেলার ৭টি ইউনিয়নে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এর মধ্যে ৬টিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সরনজাই ইউনিয়নে কিছু কেন্দ্রে ঝামেলা হওয়ায় সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এএইচ/এস