তাইওয়ানের কাছে অভিযান চালানোর ঘোষণা চীনের

সিল্কসিটি নিউজ ডেস্ক;

চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে তাইওয়ান দ্বীপের কাছে কয়েকটি সামরিক অভিযান চালাবে তারা। পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের সিনিয়র কর্ণেল শি ই মঙ্গলবার এ ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ানে আসার পর পরই চীনের সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা আসে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উইউ কুইয়ান জানিয়েছে, তারা উচ্চ সতর্ক অবস্থানে আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আর পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে তারা নির্দিষ্ট কিছু সামরিক অভিযান চালাবেন এবং চীনের সার্বভৌমতা এবং অখণ্ডতা রক্ষা করবেন।

সূত্র: যুগান্তর