সোমবার , ২২ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢাবিতে স্নাতক প্রথমবর্ষে ২০০ আসন বাড়ছে

Paris
আগস্ট ২২, ২০১৬ ১২:৪০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিভাগে মোট ২০০ আসন বাড়ানো হচ্ছে। এছাড়া নতুন একটি বিভাগ খোলা এবং তিনটি প্রোগ্রামও বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ঢাবিতে আগামী শিক্ষাবর্ষে আসন সংখ্যা বেড়ে দাড়ালো ৬ হাজার ৮০০ তে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক  একথা জানিয়েছেন।

 

উপাচার্য বলেন, ‘‘আমরা বেশ কয়েকটি বিভাগ বাড়িয়েছি। কিন্তু এবছর কার্যক্রম শুরু হবে  একটির। এছাড়া জাপানিজ ও চাইনিজ ভাষা শিক্ষার ওপর দুটি প্রোগ্রাম বাড়িয়েছি। এছাড়া কিছু কিছু বিভাগে আসনও বেড়েছে। সব মিলিয়ে ২০০ আসন বাড়ানো হয়েছে।’

 

ভর্তিচ্ছুরা আজ সোমবার থেকে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ঢাবিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

এতে আরও বলা হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর খ-ইউনিট, ২৪ সেপ্টেম্বর চ-ইউনিট, ৩০ সেপ্টেম্বর গ-ইউনিট, ২১ অক্টোবর ক-ইউনিট, ২৮ অক্টোবর ঘ-ইউনিট এবং ১ অক্টোবর চ-ইউনিট (অংকন) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য আবেদন করতে খরচ হবে ৩৫০ টাকা।
ভর্তির আবেদন ও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আবেদনের যোগ্যতা

ক-ইউনিটে ভর্তিচ্ছুদের বিজ্ঞান ও কৃষি বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮ পয়েন্ট (এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩ দশমিক ৫ পয়েন্ট) থাকতে হবে।

খ-ইউনিটে ভর্তিচ্ছুদের মানবিক শাখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ পয়েন্ট থাকতে হবে।

গ-ইউনিটে ভর্তিচ্ছুদের ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে।

ঘ-ইউনিটে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ১. (ক) মানবিক শাখায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক শাখায় আলিম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ পয়েন্ট; (খ) বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৮ পয়েন্ট; এবং (গ) ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর যোগফল অন্তত ৭ দশমিক ৫ পয়েন্ট হতে হবে।

২। উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় সব বিষয়েই ন্যূনতম লেটার গ্রেড-বি (গ্রেড পয়েন্ট ৩) থাকতে হবে।

চ-ইউনিটে ভর্তিচ্ছুদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ যে কোনও একটি ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট ও উভয় পরীক্ষার জিপিএর যোগফল নূন্যতম ৬ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে।

ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ের মধ্যে অর্থাৎ মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি-গ্রেড ও ৩টি বিষয়ে কমপক্ষে সি-গ্রেড প্রাপ্ত হতে হবে।

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সর্বনিম্ন গ্রেডপ্রাপ্তির শর্তাদি এবং বিভাগীয় শর্তাদি ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।

সূত্র : বাংলাট্রিউন

সর্বশেষ - জাতীয়