ঢাকা মহানগর আদালতে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের স্টোর রুমে আগুন লাগার ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের চেয়ারম্যানকে। সদস্য করা হয়েছে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা, ইলেক্টনিক  বিভাগের একজন কর্মকর্তা ও একজন ম্যাজিস্ট্রেটকে।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের রেকর্ড রুমে আগুন লাগানোর ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। বিষয়টি নাশকতা কিনা- তা খতিয়ে দেখা হবে।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে আদালতের এজলাসের স্টোর রুমে। এ সময় বিচারক এজলাসে ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সূত্র: কালেরকন্ঠ