ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চালু

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে নারায়ণগঞ্জের স্টেশনমাস্টার গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন।

গতকাল বেলা একটার দিকে শহরের এক নম্বর রেলগেট এলাকায় একটি ট্রেনের চারটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়।

লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবরে পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বেলা সোয়া তিনটা থেকে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিগুলো লাইনে তুলে স্টেশনে নিয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর রাত ২টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

স্টেশনমাস্টার গোলাম মোস্তফা আরও জানান, করোনা সংক্রমণের কারণে সরকারের নির্দেশে দীর্ঘ প্রায় ছয় মাস ট্রেন চলাচল বন্ধ থাকায় রেললাইন ও ট্রেনের বগিগুলোতে ত্রুটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

সূত্রঃ যুগান্তর