শুক্রবার , ২৭ মার্চ ২০২০ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢাকা থেকে রাজশাহীতে আগতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ ডিসির

Paris
মার্চ ২৭, ২০২০ ৬:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক সময়ে যাঁরা ঢাকা থেকে রাজশাহীতে এসেছেন তাঁদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক।

আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই নির্দেশনা দেন। এছাড়া এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতেও এ আদেশ জারি করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে গত ২/৩ দিন আগে যারা ঢাকা থেকে রাজশাহী এসেছেন তাদের ১৪ দিন পর্যন্ত নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া এসব ব্যক্তিদের আশে পাশে যারা প্রতিবেশী রয়েছেন তাদের উত্তরুপ আগত ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সহযোগীতা করতে বলা হয়েছে।

যদি এরুপ ব্যাক্তি সরাকারি আদেশ অমান্য করে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করেন তবে তাদের বিস্তারিত তথ্য মহানগরের থানাগুলোতে, উপজেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কন্ট্রোলরুমে (জেলা প্রশাসন কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর সমূহ 0721-775692 ও 01619302830) জানানোর জন্য অনুরোধ করেন।

যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর