ঢাকায় ছুরিকাঘাতে দুর্গাপুরের মোস্তাফিজ নিহত: গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক:

দুর্গাপুর সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত স্কুল শিক্ষক মোস্তাফিজুর হত্যাকান্ডের দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সাভার থানার রাজাসন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার আজাদ শরীফ (৩০), এবং রনিকে (৪৮) গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মোস্তাফিজুর রহমান হত্যার সাথে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছে। সেই সাথে এই হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা আরো জানায়, তারা একটি ছিনতাইচক্র তারা দীর্ঘদিন ধরে সাভারসহ আশেপাশের এলাকায় ছিনতাই করে আসছিল।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, গ্রেফতারকৃত আসামীকে সাভার মডেল থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাব-৪ এর সাড়াশি অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সাভারের স্কুলের শিক্ষক মোস্তাফিজুর রহমানকে সিআরপি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাত করে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবর মারা যান। এনিয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা হয়।

স/আ