ঢাকার বিরিয়ানি-লেবু আর মরিচ খেয়ে আইপিএলের সঙ্গে মিল পেলেন ডুপ্লেসিস

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তিনি খেলবেন দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। আগামীকাল সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিপিএল অভিযান শুরু হবে। তার আগের দিন আজ সাংবাদিকদের কাছে বিপিএল অভিজ্ঞতা বর্ণনা করেছেন ডু প্লেসিস।

করোনার বাড়াবাড়ি থাকলেও বাংলাদেশে এসে প্রোটিয়া অধিনায়ক স্থানীয় খাবার চেখে দেখছেন। যার মাঝে আছে ঢাকার বিখ্যাত বিরিয়ানি। এসব খাবার নাকি তাঁর বেশ মনে ধরেছে।  আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে এসে স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করছি। গত রাতে বিরিয়ানি খেয়েছি, বেশ ভালো ছিল। এ ছাড়া পেয়ারা, মরিচ ও লেবু দিয়ে একটা খাবার দিয়েছিল, সেটাও বেশ ভালো লেগেছে। ‘

ভারতের আইপিএলে ডুপ্লেসিস খেলেন চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসে। গত বছর ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর বিপিএল দল কুমিল্লাও দুইবারের চ্যাম্পিয়ন। এই মিলের কথা সাংবাদিকদের বলতে তিনি ভোলেননি, ‘দুই দলের মধ্যে অনেক সাদৃশ্য আছে। যেমন দুই দলই চ্যাম্পিয়ন এবং নিজ নিজ টুর্নামেন্টে খুব ভালো করেছে। তাই আমার জন্য সিদ্ধান্ত নেওয়াটাও সহজ ছিল। অন্য সাদৃশ্য খোঁজাটা আমার জন্য একটু কঠিন, কারণ আমি এখনো নতুন। মাত্রই এসেছি। এমনিতে দলটার পরিবেশ খুব নিরিবিলি। বিপিএল অভিজ্ঞতা অবশ্যই ভালো হবে। ‘

বিপিএলে নিজের ও দলের লক্ষ্য নিয়ে ডু প্লেসিস আরো বলেন, ‘এমন টুর্নামেন্টে সব সময় শুরুটা গুরুত্বপূর্ণ হয়। কারণ যারা খেলতে আসে তাদের অনেকে খেলার মধ্যে থাকে, আবার অনেকেই সে অবস্থায় থাকে না। ওই অবস্থা থেকেও আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্ট শুরু করা গুরুত্বপূর্ণ। ফ্র্যাঞ্চাইজিগুলো সব সময়ই সাফল্য চায়। সব ক্রিকেটারও সেটাই চায়। আমার যে অভিজ্ঞতা আছে, আমি অবশ্যই সেটা সবার সঙ্গে ভাগাভাগি করব। দ্বিতীয় লক্ষ্য থাকবে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ