বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢাকায় নেমে তামিমকে যে কারণে ফোন করেছিলেন মহারাজ

Paris
অক্টোবর ২৩, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত মৌসুমে বরিশালের হয়ে খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ। সেই দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা দিয়েই বাঁহাতি ওপেনারকে ফোন করেছিলেন তিনি।

আজ বুধবার তৃতীয় দিনের খেলা শেষে মহারাজ সংবাদ সম্মেলনে আসেন। এক সাংবাদিক তার কাছে তামিমকে ফোন করার ব্যাপারে জানতে চাইলে প্রোটিয়া স্পিনার বলেছেন, ‘আমি গত বছর বিপিএলে ফরচুন বরিশালে খেলতে এসেছিলাম। সে সূত্রে তামিম ভাইয়ের সঙ্গে একটা সুসম্পর্কও আছে।’

মূলত উইকেট সম্পর্কে ধারণা নিতেই মহারাজ তামিমকে ফোন করেন, ‘আমি ঢাকা এসে তামিম ভাইকে একটা মেসেজ দিয়েছিলাম। আমি শেরে বাংলার উইকেটের স্বভাব, চরিত্রের আলোকে তামিম ভাইয়ের পরামর্শ চেয়েছি। তিনিও আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। উইকেট কেমন আচরণ করতে পারে, কন্ডিশন কেমন থাকতে পারে, তাতে করণীয় কী? তাও বলে দিয়েছেন। আমার এ কয়েকদিনে মনে হলো তামিম ভাই ঠিকই বলেছিলেন।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা