ড্রেসিংরুমে ‘স্বাস্থ্যকর’ পরিবেশ ফেরাতে চান জালাল ইউনুস

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে অন্তঃকলহের ঘটনা গত কয়েকমাস ধরেই বেরিয়ে আসছে। হুটহাট কাউকে বাদ দেওয়া কিংবা তামিম ইকবালের বিশ্বকাপ না খেলার পেছনেও এই দ্বন্দ্ব কাজ করেছে। সম্প্রতি সাকিব আল হাসানের এক সাক্ষাতকারে আরও স্পষ্ট হয়েছে যে, বিখ্যাত পঞ্চপাণ্ডবের (মাশরাফি এখন নেই) মাঝে সম্প্রীতির অভাব আছে। এজন্য দল ভূগছে। বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান জালাল ইউনুস এই জায়গায় কাজ করতে চান।

কয়দিন আগে বেশ নাটকীয়ভাবে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যানের পদ ছাড়েন আকরাম খান। আজ শুক্রবার বোর্ড সভায় নতুন দায়িত্ব দেওয়া হয় জালাল ইউনুসকে। সভা শেষে সাংবাদিকদের জালাল বলেন, ‘ক্রিকেট পরিচালনার প্রথম কাজ জাতীয় দল সম্পর্কিত। আমি জাতীয় দলের ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই। ওটাই আমার লক্ষ্য। এখানে টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে যদি স্বাস্থ্যকর পরিবেশ থাকে, সেটা আমাদের ভালো করতে সাহায্য করবে।’

এটাই সত্য যে, বাংলাদেশের ক্রিকেটে এখন দুর্দিন চলছে। বাজে পারফরমেন্সের পাশাপাশি বিভিন্ন আভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত ক্রিকেট। এই কঠিন সময়ে দায়িত্ব নেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত সাবেক এই ক্রিকেটার, ‘ক্রিকেটের স্বার্থে যে কোন পদক্ষেপ নেওয়ার সেটা আমি নেব। কিন্তু অনেক সময় এমন হয় যে পরিস্থিতিটা অনুকূলে থাকে না। তাই এখন আমি শুধু সবকিছু সঠিক দিকে আনার চেষ্টা করব। এটা খুব কঠিন কিছু নয়। এটা (কঠিন পরিস্থিতি) ভুল বোঝাবুঝির জন্য হয়। এখানে যদি আমরা ঠিক করে ফেলতে পারি তাহলে কোনো সমস্যা হবে না আশা করি।’

 

সূত্রঃ কালের কণ্ঠ