ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনা পজিটিভ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। গতকাল শুক্রবার ট্রাম্প জুনিয়রের ব্যক্তিগত মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প পরিবারের চতুর্থ সদস্য হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হন ট্রাম্পের বড় ছেলে। আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

ট্রাম্প জুনিয়রের মুখপাত্র জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতেই তার করোনা ধরা পড়ে। তারপর থেকেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তবে শরীরে করোনাভাইরাসের উপসর্গ নেই জুনিয়র ট্রাম্পের। কঠোরভাবে কোভিড নির্দেশিকা মেনে চলছেন। চিকিৎ‌সকদের পরামর্শও নিচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে বেরিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর আক্রান্ত হন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছেলে ব্যারনেরও সে সময় কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এবার ট্রাম্প পরিবারের বড় ছেলে করোনায় আক্রান্ত হলেন।

ট্রাম্প জুনিয়রের প্রেমিকা কিম্বার্লি গিলফয়েলও করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন। প্রেমিকের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে গত কয়েক মাস তিনি সারা দেশ ঘুরে বেড়িয়েছেন।

এদিকে, গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের রাতে হোয়াইট হাউসের পার্টিতে ট্রাম্প জুনিয়রসহ উপস্থিত ছিলেন অন্তত ২৫০ জন অতিথি। তাদের প্রায় কারও মুখেই মাস্ক ছিল না। পরে অতিথিদের মধ্যে বেশ কয়েকজন করোনা পজিটিভ শনাক্ত হন, যাদের মধ্যে মার্ক মিডোস অন্যতম। এ ঘটনার পরপরই পার্টিতে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত করোনার পরীক্ষা করান বলে জানা গেছে।

করোনাভাইরাসে আমেরিকায় মৃতের সংখ্যা ২ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। বিশ্বের প্রথম এবং একমাত্র দেশ হিসেবে আমেরিকায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লক্ষ অতিক্রম করেছে।

 

সূত্র: আমাদেরসময়