ডেনিশ সেনাদের সঙ্গে জলদস্যুদের গুলি বিনিময়, নিহত ৪

গিনি উপসাগরে ডেনিশ নৌবাহিনীর টহল দলের সঙ্গে জলদস্যুদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে চার জলদস্যু নিহত হয়েছে।

বৃহস্পতিবার ডেনমার্কের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য  জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, পাঁচ জলদস্যুকে গুলি করা হয়। এর মধ্যে চারজন নিহত হয়েছে। তবে গুলি বিনিময়ে তাদের পক্ষের কেউ হতাহত হয়নি বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার নাইজেরিয়ার সমুদ্রসীমার বাইরে এই ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, ডেনমার্কের যুদ্ধজাহাজ ফ্রিগেট এসবার্ন স্নেয়ার নভেম্বর থেকে ওই এলাকায় টহল দিচ্ছে। বুধবার জলদস্যুদের একটি জাহাজ তাদের সামনে আসে। সেনা সদস্যরা  জাহাজটিতে গুলি করেন। তখন জলদস্যুদের জাহাজ থেকেও পাল্টা গুলি করা হয়। ডেনিশ সেনারা এরপর আত্মরক্ষার্থে  ফের গুলি ছুড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

ডেনমার্কের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, চলতি মিশন চলাকালে সেনা সদস্যদের সরাসরি গুলি করার এটা প্রথম ঘটনা।

বিবৃতিতে ডেনিশ সেনাবাহিনী  জানায়, গুলি বিনিময়ের পর জলদস্যুদের জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা চার জলদস্যুর লাশ তারা নিজেদের জাহাজে নিয়ে আসেন।

গিনি উপসাগর জলদস্যুদের হটস্পট হিসেবে পরিচিত। সেনেগাল থেকে অ্যাঙ্গোলা পর্যন্ত এই উপসাগর বিস্তৃত। ২০২০ সালে এই অঞ্চলে ১৯৫টি হামলার ঘটনা ঘটেছে। একই বছরে জলদস্যুরা ১৩০ থেকে ১৩৫ জনকে জিম্মি করে। এই অঞ্চলে নিজেদের ব্যবসায়িক জাহাজের নিরাপত্তা দিতে প্রতিদিন ডেনমার্কের অন্তত ৪০টি জাহাজ টহল দেয়।

 

সুত্রঃ যুগান্তর