শনিবার , ৯ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ডালাসে হামলাকারী শ্বেতাঙ্গদের হত্যা করতে চেয়েছিল’

Paris
জুলাই ৯, ২০১৬ ১২:৪১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ বন্দুকধারী শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের হত্যা করতে চেয়েছিল বলে দাবি করেছেন ডালাস পুলিশের প্রধান ডেভিড ব্রাউন।

 

ডেভিড ব্রাউন বলেন, ‘সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছে, সে একাই এ হামলা চালিয়েছে।’

 

মার্কিন যুক্তরাষ্ট্রে এ সপ্তাহে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ডালাসে বিক্ষোভের মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আরো ছয় জন আহত হন।

 

এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুলিশের ওপর বন্দুকধারীদের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। হামলার পর সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে পুলিশ।

 

ডাউনটাউনে ওই হামলার পর বন্দুকধারী এক ব্যক্তি একটি ভবনের গ্যারেজে আশ্রয় নেয়। রাতভর পুলিশের সঙ্গে তার গুলিবিনিময় হয়।

 

ডেভিড ব্রাউন জানান, রোবটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে হত্যা করা হয়।

 

ওই অস্ত্রধারী একজন মধ্যস্থতাকারীকে বলেছে, সে কৃষ্ণাঙ্গদের জীবনযাপন নিয়ে হতাশ ছিল। সম্প্রতি পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় সে বিপর্যস্ত হয়ে পড়েছিল। শ্বেতাঙ্গদের নিয়েও তার মধ্যে হতাশা কাজ করছিল। সে শ্বেতাঙ্গ পুলিশদের হত্যা করতে চায়। সে কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

 

সূত্র : বিবিসি

 

সর্বশেষ - আন্তর্জাতিক