শুক্রবার , ৮ জুলাই ২০১৬ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ডালাসে বন্দুকধারীদের গুলিতে পাঁচ পুলিশ নিহত

Paris
জুলাই ৮, ২০১৬ ৩:৩৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ মিছিল থেকে ছোঁড়া গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। বৃহস্পতিবার রাতে ডালাসে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার পুলিশের গুলিতে লুইজিয়ানার ব্যাটন রগ শহরে এক কৃষ্ণাঙ্গ নিহত হয়। এর পরের দিনই  মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলে ফিলানডো ক্যাসটিলে নামের এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ।

ক্যাসটিলের প্রেমিকার অভিযোগ, পুলিশ ক্যাসটিলের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও রেজিস্ট্রেশনের ব্যাপারে জানতে চায়। ক্যাসটিলে পুলিশকে জানান, তার কাছে একটি পিস্তল আছে এবং তা বহন করার জন্য লাইসেন্সও রয়েছে। পরে পুলিশ তাকে গুলি করে।

এ ঘটনায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। এর মধ্যে ডালাসের বিক্ষোভ মিছিল চলাকালে স্নাইপারের গুলিতে ১১ পুলিশ আহত হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডালাসের পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেওয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, মোট ১১ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে  পাঁচজন মারা গেছে।

এদিকে, হামলার ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আরো এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। আটককৃত এক সন্দেহভাজনকে পুলিশকে জানিয়েছে,  ডালাস শহরের বিভিন্ন স্থানে বোমা পুঁতে রাখা হয়েছে।

সূত্র: রাইজিংবিডি

 

সর্বশেষ - আন্তর্জাতিক