ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

সিল্কসিটি নিউজ ডেস্ক:

আইএমএফের লোন নিয়ে অনিশ্চয়তা এবং নতুন নির্বাচনের জন্য ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের পাকিস্তানের রুপি আন্তব্যাংকের মধ্যে সবচেয়ে বড় দরপতনের রেকর্ড গড়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান বৃহস্পতিবার জানিয়েছে, ডলারের বিপরীতে এদিন রুপির মান ১.৬১ ভাগ কমে গেছে।এদিন ডলারের বিপরীতে রুপির মান ছিল ২০০।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির মান ছিল ১৯৮ দশমিক ৩৯। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই মান ২০০ ছাড়িয়ে যায়।

গত ১০ই মে ১৮৮.৬৬ রুপিতে বিক্রি হয় এক ডলার। এটাকেই ওই সময় রুপির সর্বোচ্চ দরপতন বলা হয়েছিল এরপরের দিন ১১ই মে এক ডলারের দাম ওঠে ১৯০.০২ রুপি। ১২ই মে আরও পতন হয়ে দাঁড়ায় ১৯১ রুপি। ১৩ই মে পৌঁছে যায় ১৯২.৫৩ রুপি। ১৬ই মে ১৯৪ রুপি। ১৭ই মে ১৯৫.৯৫ রুপি এবং ১৮ই মে ১৯৮.৩৯ রুপি।

টানা ১০ ধরে পাকিস্তানি রুপির দরপতন হয়েছে। আর অব্যহতভাবে এমন দরপতনে চিন্তায় পড়েছে তারা। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিলাসী ও অপ্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধ করে দেবে তারা।

সূত্র: যুগান্তর