ট্রাম্পের রাজ্যে বাইডেনের বিজয়

ডোনাল্ড ট্রাম্পের ঘাঁটি হিসেবে পরিচিত অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন জো বাইডেন। ২০১৬ সালের নির্বাচনে এ অঙ্গরাজ্যে জিতেছিলেন ট্রাম্প।

এ রাজ্য বাইডেনের জয়ের মাধ্যমে ট্রাম্পের প্রেসিডেন্টের পুনর্নির্বাচনের পথ নাটকীয়ভাবে সংকীর্ণ হয়ে যাচ্ছে।

মার্কিন নির্বাচনের ফলের দিক থেকে ট্রাম্পের শিবিরের এটিই সবচেয়ে বড় ক্ষতি।

মেক্সিকান সীমান্তঘেঁষা অ্যারিজোনা রাজ্যে রিপাবলিকান সিনেটর মার্থা ম্যাকসালিকে হটিয়ে জায়গা দখল করছেন ডেমোক্র্যাট মার্ক কেলি। এর মাধ্যমে লাল রাজ্য নীলে পরিণত হচ্ছে।

অন্যদিকে অ্যালাবামায় ডেমোক্র্যাটিক সিনেটর ডগ জোনসকে হটিয়ে দিচ্ছেন রিপাবলিকান টমি টিউবারভিল। প্রথম ও একমাত্র রিপাবলিকান হিসেবে ডেমোক্র্যাট শিবিরে হানা দিয়েছেন তিনি।

যে প্রার্থী ২৭০ ইলেকটোরাল ভোট পাবেন, তিনি নির্বাচনে জয়ী হবেন। ভোটের হিসাবে এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৭ শতাংশ আর ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ।

 

সূত্রঃ যুগান্তর