সিল্কসিটিনিউজ ডেস্ক :
ট্রাম্পের জয় নিশ্চিত হতেই নিজের একটা ‘মিম’ এক্সে পোস্ট করেছেন ইলন মাস্ক। মাস্কের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি বেসিন হাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে আছেন।
ইলন মাস্ক কয়েক দিন ধরেই রিপাবলিকানদের হয়ে প্রচার চালিয়ে আসছেন। ট্রাম্পের জন্য অর্থও ব্যয় করেছেন বিশ্বের অন্যতম ধনী এই ব্যক্তি। বুধবার ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হতেই (২৭০ ইলেকটোরাল কলেজ ভোট) এক্সে একটি ‘মিম’ পোস্ট করেন ইলন মাস্ক। এক্সে ইলন মাস্কের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি বেসিন হাতে হোয়াইট হাউসের ওভাল অফিসে আছেন।
এর আগে ইলন মাস্ক যখন এক্স (সাবেক টুইটার) কিনে নিয়েছিলেন, তখনো বেসিন হাতে টুইটারের অফিসে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন।
এদিকে ট্রাম্পের জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুতে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।
এ ছাড়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস।
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জাভিয়ের মিলেই, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারডিনান্ড মার্কোস জুনিয়রও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
সূত্র: যুগান্তর