ট্রাম্পকে সরাসরি মিথ্যুক বললেন সাংবাদিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এক সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি গত প্রায় সাড়ে তিন বছরে আমেরিকানদের কাছে তার বলা সব মিথ্যা কথার জন্য অনুতপ্ত কিনা। বৃহস্পতিবার হোয়াইট হাউজে প্রেস বিফ্রিংয়ের সময় করা এই প্রশ্নের জবাব অবশ্য শেষ পর্যন্ত ট্রাম্প দেননি।

হাফিংটন পোস্টের সাংবাদিক এস.ভি ডেট ট্রাম্পের কাছে জানতে চান, ‘জনাব প্রেসিডেন্ট সাড়ে তিন বছর পর, আমেরিকার জনগণের কাছে যেসব মিথ্যা কথা বলেছেন তার জন্য আপনি অনুতপ্ত কিনা?

ট্রাম্প প্রশ্নটি আরও স্পষ্ট করার জন্য ডেটের কাছে অনুরোধ করেন।

জবাবে ডেট বলেন, ‘সব মিথ্য ও সব অসততা।’

এরপরও প্রশ্নটি বুঝতে পারেননি ট্রাম্প। তিনি জানতে চান, ‘কাজটি কে করেছে?’

এসময় ডেট স্পষ্ট করে বলেন তিনি খোদ ট্রাম্পের ব্যাপারেই এই প্রশ্ন করছেন। এর পরপরই ট্রাম্প তার দৃষ্টি অন্য সাংবাদিকের দিকে সরিয়ে নেন এবং প্রশ্ন করার সুযোগ দেন। ডেটের প্রশ্নের কোনো উত্তরই তিনি দেননি।

ওয়াশিংটন পোস্ট এর আগে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছিল, ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর ট্রাম্প ২০ হাজারের বেশি মিথ্যা তথ্য বা বিবৃতি দিয়েছেন।