শুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, জেলা যুবদল নেতা নিহত

Paris
ডিসেম্বর ২২, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় ট্রাকের সাথে লেগে রনি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে সাড়ে ৪টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি নগরীর টিকাপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিৎ করেছেন নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানান, শুক্রবার সাড়ে বিকেল চারটার দিকে যুবদল নেতা রনি মোটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছিলেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে আসার পর বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রনি। পরে স্থানীয়রা চন্দ্রিমা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রনির মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মের্গ পাঠায়।

ওসি জানান, মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে ট্রাকটি চলে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। এব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছেন বলেও জানান তিনি।

সর্বশেষ - রাজশাহীর খবর