সিল্কসিটিনিউজ ডেস্কঃ
লর্ডসের প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হেরে বিপদে আছে ইংল্যান্ড। এর মাঝেই ম্যানচেস্টারে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। ব্যাট করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এই টেস্ট ম্যাচে নামা মাত্রই তার নামের পাশে লেখা হয়ে গেছে অনন্য এক রেকর্ড।
জেমস অ্যান্ডারসনই একমাত্র খেলোয়াড় যিনি নিজের দেশের মাটিতে শততম টেস্ট ম্যাচ খেলছেন।
২০০৩ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছিল জিমির। আজ পর্যন্ত তিনি ১৭৪তম টেস্ট ম্যাচটি খেলছেন। আর এই ম্যাচটি হলো ইংল্যান্ডের মাটিতে অ্যান্ডারসনের শততম টেস্ট ম্যাচ। তার আগে এই রেকর্ড ছিল ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। তিনি দেশের মাটিতে ৯৫টি টেস্ট খেলেছিলেন। তিন নম্বরে থাকা রিকি পন্টিং খেলেছেন ৯২টি টেস্ট ম্যাচ।
বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের মাটিতে ৯টি আলাদা ভেন্যুতে টেস্ট খেলেছেন অ্যান্ডারসন। তার সাবেক সতীর্থ স্যার অ্যালিস্টার কুক আর বর্তমান পেস সঙ্গী স্টুয়ার্ট ব্রডও খেলেছেন ৯টি ভেন্যুতেই। রিকি পন্টিং দেশের মাটিতে খেলেছেন আটটি ভিন্ন ভেন্যুতে। টেন্ডুলকার দেশের মাটিতে ১৫টি ভিন্ন ভেন্যুতে খেলেছেন। বিদেশের মাটিতে অ্যান্ডারসন সবচেয়ে বেশি পাঁচটি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে।
সূত্রঃ কালের কণ্ঠ