বুধবার , ৪ জুলাই ২০১৮ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টেস্টে সাকিবদের সর্বনিন্ম রানের লজ্জা

Paris
জুলাই ৪, ২০১৮ ১০:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অ্যান্টিগায় নিজেদের সর্বনিন্ম রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশে। এছাড়া অলআউট হয়েছে টেস্টে নিজেদের সর্বনিন্ম ওভার ব্যাট করেও। এর আগে বাংলাদেশের টেস্টে সর্বনিন্ম স্কোর ছিল ৬২। ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ওই রান করে গুটিয়ে যায় বাংলাদেশ। আর বুধবার অ্যান্টিগায় মাত্র ৪৩ রানে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এছাড়া এর আগে টেস্টে ২৫.২ ওভার ব্যাট করতে পেরেছিলে বাংলাদেশ। কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে টিকতে পারলো মাত্র  ১৮.৪ ওভার।

শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ৯ ওভারের মধ্যেই বাংলাদেশের পাঁচ উইকেট তুলে নেয়। ওপেনার তামিম ইকবালের পর মুনিমুল, সাকিব, মুশফিক মাহমুদুল্লাহরা সবাই ফিরে গেছেন। আউট হয়ে ফিরে যাওয়া ব্যাটসম্যানরা কেউ ১০ এর ঘরে রান করতে পারেনি। ষষ্ঠ উইকেটে হিসেবে সাজঘরে ফেরা লিটস দাস করেন সর্বোচ্চ ২৫ রান।

এছাড়া কেমার রোসের পরপর দুই বলে ফিরে যান অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ অধিনায়ক মাহমুদুল্লাহ। মুশফিক, সাকিব এবং মাহমুদুল্লাহ কোন রান করতে পারেননি দলের হয়ে। ১১ জনের মধ্যে চারজন শূন্য রানে ফিরেছেন। তামিম করেছেন মোটে ৪ রান। আর মুমিনুলের অবদান ১ রান। কেরাম রোচ ৮ রানে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া কামিন্স নিয়েছেন ৩টি এবং অধিনায়ক হোল্ডার নিয়েছেন ২টি উইকেট।

বাংলাদেশের  বিপক্ষে  দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় বাংলাদেশ দল রাত ৮টায় ব্যাট হাতে মাঠে নামে। প্রথম টেস্টে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে পেসার আবু জায়েদের। এছাড়া পেসার রুবেল হোসেন এবং কামরুল ইসলাম রাব্বি আছেন বাংলাদেশ দলে। স্পিন আক্রমণে আছেন মেহেদি মিরাজ।

তবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনজন উইকেট রক্ষক ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছে। এদের মধ্যে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে আছেন লিটন দাস। দলে অাছেন মুশফিকুর রহিম। তবে উইকের রক্ষকের গ্লাভস দেখা যাবে নুরুল হাসানের হাতে। ক্যারিবিওদের বিপক্ষে প্রথমে ব্যাট করা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জ হবে। কারণ উইকেটে ঘাস আছে। আর এ কারণে পেস আক্রমণ থেকে বেশি সহায়তা পাবেন উইন্ডিজরা।

ব্যাট করার বিষয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘এটা আমাদের জন্য কঠিন এক সিরিজ। তবে আমাদের দল ভালো মতো প্রস্তুতি নিয়েছে। এখন সেটা মাঠে দেখাতে হবে।’

বাংলাদেশের প্রথম ইনিংস: তামিম ইকবাল-৪, লিটন দাস-২৫, মুমিনুল-১, সাকিব-০, মুশফিক-০, মাহমুদুল্লাহ-০, নুরুল-৪, মেহেদী-১, কামরুল ইসলাম-০, রুবেল-৬ (নট আউট), আবু জায়েদ-২।

ওয়েস্ট ইন্ডিজ বোলিং: কেমার রোস-৮/৫, গ্যাব্রিয়েল-১৪/০, হোল্ডার-৪.৪/২, মিগুয়েল কামিন্স-১১/৩।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটস দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ (সহ অধিনায়ক), নুরুল হাসান (উইকেট রক্ষক), মেহেদি মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ, কামরুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেগ ব্রাফেট, ডেভন স্মিথ, কাউরান পাওয়েল, শাই হোপ, রোস্টন চেইজ, শেন ডাউরিচ (উইকেট রক্ষক), জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।

সর্বশেষ - খেলা

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ