টি-২০ বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হতে যে পরামর্শ সৌরভের

বাছাই পর্ব দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এই আসরটি  ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই  (বিসিসিআই) থাকছে।

আগামী ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিরাট বাহিনী আসন্ন টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে। এই বিশ্বকাপে অনেকেই বিরাটের ভারতকে ফেভারিট হিসেবেই চিহ্নিত করেছেন। সেই বিষয়টি নিয়ে বলতে গিয়েই বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী মনে করেন, টি-২০ বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে ভারতের। তবে বিরাটের দলকে আসল জায়গায় পরিপক্কতার পরিচয় দিতে হবে।

আইপিএলের ফাইনাল উপলক্ষে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। ফাইনাল শেষের পরে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে আইপিএলের ট্রফিটি তুলে দেন তিনি। এরপরেই টি-২০ বিশ্বকাপ এবং তাতে ভারতের সম্ভাবনার কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ‌‘আপনি সহজে কোনো কিছুর চ্যাম্পিয়ন হন না। একটা টুর্নামেন্টে আপনি নেমেই শুধু চ্যাম্পিয়ন হন না। একটি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আপনাকে চ্যাম্পিয়ন হতে।’

 

সৌরভ আরও যোগ করেন, ‘যে কোনো টুর্নামেন্ট জিততে গেলে আপনাকে পরিপক্বতার পরিচয় দিতে হবে। ভারতীয় দলের কাছে ট্যালেন্টের অভাব নেই। প্রত্যেকের রান করার বা উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। মানসিকভাবে তারা একটু ভালো জায়গায় থাকতে পারলেই তারা বিশ্বকাপের ট্রফি জিততে পারবে।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন