টি-১০ লিগে দল পেলেন আমির

‘মানসিক নির্যাতনের’ শিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মোহাম্মদ আমির খেলবেন আসন্ন টি-১০ লিগে। আইসিসি অনুমোদিত একমাত্র ১০ ওভারের ম্যাচে দল পেয়েছেন পাকিস্তানি পেসার। নবাগত দল পুনে ডেভিলসের হয়ে খেলবেন তিনি।

টি-১০ লিগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আমিরের দল পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে, ‘পুনে ডেভিলস চুক্তি করেছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের সঙ্গে। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তার খেলা দেখার জন্য রোমাঞ্চিত কারা, তারা সাড়া দিন।’

গত বছর টেস্টকে বিদায় জানানোর পর থেকে নানা জায়গায় ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলছে আমির। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে গলে গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন। ফাইনালে উঠলেও জাফনা স্ট্যালিয়ন্সের কাছে হেরে গেছে তার দল। টুর্নামেন্টে ১০ ম্যাচে ১১ উইকেট নিয়ে পঞ্চম শীর্ষ বোলার আমির।

টি-১০ লিগে আমিরের খেলার অভিজ্ঞতা নতুন নয়। ২০১৭ সালে মারাঠা অ্যারাবিয়ান্সের প্রতিনিধিত্ব করেছিলেন বাঁহাতি পেসার।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। পুনে আমির ছাড়াও আইকন খেলোয়াড় হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে নিয়েছে। কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জন্টি রোডসকে।