টি-টোয়েন্টি বিশ্বকাপ কি ভারতে হচ্ছে?

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে পুরো টালমাটাল ভারত। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভারতের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বুধবার দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হন ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। এক দিনে ভারতে যা সর্বোচ্চ।

করোনার এই কঠিন পরিস্থিতিতে অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিকল্প ব্যবস্থা ভেবে রাখার কথা জানিয়েছে আইসিসি।

বুধবার সংবাদ মাধ্যমকে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস জানান,আমাদের বিকল্প পরিকল্পনা আছে। তবে এই মুহূর্তে আমরা সেসব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করিনি। নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে এটি আয়োজনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছি আমরা।

 

সুত্রঃ যুগান্তর