‘টি-টোয়েন্টি ক্রিকেট এমনই’- পরাজয় প্রসঙ্গে টাইগার কোচ

টানা চার ম্যাচ পর টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ। সেটাও আবার বিশাল ব্যবধানে। ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের বি টিমের কাছে ৫২ রানের এই পরাজয় রীতিমতো হতাশাজনক। টাইগার কোচ রাসেল ডমিঙ্গোও হতাশ হয়েছেন। দল মাত্র ৭৬ রানে অল-আউট হয়েছে। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে যা সর্বনিম্ম। এই পরাজয়ে শিষ্যদের দোষ দিচ্ছেন না ডমিঙ্গো। তার মতে, এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন। ছোট দলও এই ফরম্যাটে বড় কিছু করে ফেলতে পারে।

ম্যাচ শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রাসেল ডমিঙ্গো বলেন, ‘নিউজিল্যান্ড অসাধারণ খেলেছে। আসলে এটাই এই ফরম্যাটের চরিত্র। তারা তাদের সেরাটা খেলেছে। আমি অবশ্যই হতাশ হয়েছি, কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট এমনই। আমার মনে হয় না, ব্যাটিং পজিশনে রদবদলের কারণে এমনটা হয়েছে। রানরেটের ক্ষেত্রে একবার পিছিয়ে পড়লে পুনরায় ফিরে যাওয়া খুব কঠিন। আমরা ইনিংসের শুরুতে দ্রুত কিছু উইকেট হারিয়েছি। নতুন ব্যাটসম্যানরা এসে বোলারদের সামলাতে পারেননি।’

এই পরাজয়ে শিষ্যদের নিয়ে কোনো অভিযোগ করতে নারাজ টাইগার কোচ। তিনি আরও বলেন, ‘ছেলেদের নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। গত কয়েক সপ্তাহ ধরে তারা দারুণ করছে। আন্তর্জাতিক ক্রিকেটে এটা অপ্রত্যাশিত নয়। এখনও হাতে দুটি ম্যাচ আছে। আমরা সামনের দিকে তাকাতে চাই।’ আগামী ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচক প্যানেল আগামী দুই দিনে এই সিদ্ধান্ত নেবে।’

 

সূত্রঃ কালের কণ্ঠ