টিকা না নেওয়া জোকোভিচের ইচ্ছা, তাকে বের করে দেওয়া অস্ট্রেলিয়ার ইচ্ছা : ওয়ার্ন

বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা আবারও বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। যে কারণে ইউএস ওপেনে তার নাম উঠলেও তিনি খেলতে পারবেন কিনা- সংশয় আছে। জোকোভিচ বনাম অস্ট্রেলিয়া সরকারের এই লড়াই দেখছে গোটা দুনিয়া। কেউ কেউ মুখ খুলছেন। তাদের মাঝে একজন হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ায় পা রাখতে হলে করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক। কিন্তু জোকোভিচ করোনা টিকা গ্রহণ করেছেন কিনা, সেই তথ্য প্রকাশ করতে নারাজ। এছাড়া তিনি অস্ট্রেলিয়া যাওয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেটাও গোপন করেছেন। গতকাল শুক্রবার দ্বিতীয় দফায় জোকোভিচের ভিসা বাতিল করে তাকে আটকে রেখেছে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রণালয়। অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হকে বলছেন, টিকা না নেওয়া জোকোভিচের কর্মকাণ্ড টিকাবিরোধী মানসিকতাকে উৎসাহ দিতে পারে

অস্ট্রেলিয়া সরকারের এই অবস্থানের পূর্ণ সমর্থন দিয়েছেন শেন ওয়ার্ন। টুইটারে তিনি লিখেছেন, ‘নোভাক টেনিসের একজন গ্রেট খেলোয়াড়, সর্বকালের সেরাদের একজন। এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু সে অস্ট্রেলিয়ায় ঢোকার আবেদনপত্রে মিথ্যা বলেছে। তার যখন কোভিড ছিল বলে আমরা শুনতে পাচ্ছি, তখন সে জনসমাগমে গেছে, এখন তাই আইনি লড়াইয়ে লড়তে হচ্ছে তাকে। টিকা না নেওয়ার স্বাধীনতা তার আছে, কিন্তু সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ারও স্বাধীনতা আছে তাকে বের করে দেওয়ার। এ বিষয়ে আমরা একমত?’

 

সূত্রঃ কালের কণ্ঠ