টাইগারদের হোয়াইটওয়াশ করে সুখবর পেল নিউজিল্যান্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে গত মার্চে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের ৩-০ ব্যবধানে হারিয়ে এক মাসের ব্যবধানে সুখবর পেল নিউজিল্যান্ড।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সোমবার ঘোষিত ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হটিয়ে বিশ্বের এক নম্বর ওয়ানডে দলে পরিণত হল নিউজিল্যান্ড। তিন নম্বর পজিশন থেকে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।

এক নম্বর পজিশন থেকে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে নেমে গেল ইয়ন মরগানের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের উন্নতি হলেও অবনমন হয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের। ভারতকে হটিয়ে চার নম্বর পজিশন থেকে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেল অস্ট্রেলিয়া। দ্বিতীয় পজিশন থেকে ১১৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল ভারত।

১০৭ ও ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো পাঁচ ও ছয় নম্বর পজিশনে পড়ে আছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

৯০, ৮২, ৭৯ ও ৬২ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে সাত, আট, নয় ও দশ নম্বর পজিশনে আছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আফগানিস্তান ক্রিকেট দল।