বুধবার , ২০ অক্টোবর ২০২১ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

টস জিতে বোলিংয়ে নামিবিয়া

Paris
অক্টোবর ২০, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেদারল্যান্ডস ও নামিবিয়া দুই দলই একটি করে ম্যাচ হেরেছে। শ্রীলংকা বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে নামিবিয়ার। আর আয়ারল্যান্ডের কাছে হেরেছে নেদারল্যান্ডস।

আজ তাই দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা মরার লড়াই।  নেদারল্যান্ডস আর নামিবিয়ার মধ্যে আজ যে দল হারবে, তাদের বিদায় বলতে গেলে নিশ্চিত।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে টস জিতেছে নামিবিয়া। প্রথমে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা।

নেদারল্যান্ডস একাদশ
ম্যাক ও’দাউদ, স্টিফেন মাইবার্গ, ব্যাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট অ্যাডওয়ার্ডস, রওলফ ফন ডার মারউই, পিটার সিলার (অধিনায়ক), লগান ফন বিক, টিম ফন ডার গাটেন, ফ্রেড ক্লাসেন।

নামিবিয়া একাদশ
স্টিভেন বার্ড, জেনে গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গারহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড উইসে, জে জে স্মিট, মাইকেল ফন লিঙ্গেন, জ্যান ফ্রাইলিংক, জান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কুলজ।

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা