ঝিনাইদহে দালাল বলায় ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক কাউন্সিলর প্রার্থীর সমর্থককে দালাল বলায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুজন আহত হয়েছেন। তবে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর জানান, পানির বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরিফুল ইসলামের এক সমর্থককে অন্য এক প্রার্থীর সমর্থক দালাল বলায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে বিজিবি সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছিল। এখন পরিস্থিতি শান্ত।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।সকালে থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও ভোটারের দীর্ঘ লাইন চোখে পড়েনি। এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা রোকুনুজ্জামান জানান, ভোটকেন্দ্রে বিজিবি, পুলিশ, আনসার, ইস্টাকিং ফোর্স, মোবাইল কোট টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে চার মেয়রপ্রার্থী, নয়টি সাধারণ ওয়ার্ডে ৫০ জন পুরুষ কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত আসনে ৯ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৪০ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৫৬ এবং নারী ২০ হাজার ৪২১ জন।

 

সুত্রঃ যুগান্তর