সোমবার , ১৭ সেপ্টেম্বর ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয়পুরহাটে ৪ শিশুসহ রোহিঙ্গা নারী আটক

Paris
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ৬:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
দালালের মাধ্যমে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশু সন্তানসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পাইকরতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কক্সবাজারের রোহিঙ্গা দস্তগীর ক্যাম্পের ফায়েজ উদ্দিনের স্ত্রী সোহানা (৩০) এবং তাদের ৪ শিশু পুত্র তানিম হোসেন (১০), নাইম হোসেন (৭) ও রবিউল ইসলাম (৪) ও হাবিবুর রহমান (১)।

আটককৃত সোহানার উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সিলেটের জাফলং এলাকার শহিদুল ইসলাম পরিচয় দিয়ে এক দালাল ভারতে কাজ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা গ্রহণ করে। পরে সোহানা তার স্বামী ফায়েজ ও ৪ শিশু সন্তানকে নিয়ে ওই দালাল জয়পুরহাটের কোন এক সীমান্ত এলাকা দিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পাইকরতলী এলাকা দিয়ে যাওয়ার পথে এলকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসলেও স্বামী ও দালাল পালিয়ে যান।

স/শা

সর্বশেষ - জাতীয়