জয়পুরহাটে সরকারি ৮৫ বস্তা চাল জব্দ, ডিলার আটক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট :
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের ডিলার ডি.এম মেহেদী হাসান বাঘা ডিলারকে সরকারি ৮৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সোমবার বিকেলে আক্কেলপুর উপজেলার কাঁঠাল বাড়িতে আটককৃত মেহেদি হাসানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।

আটককৃত মেহেদি হাসান আক্কেলপুর উপজেলার কোলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, আটককৃত মেহেদি হাসান খাদ্য অধিদপ্তরের হতদরিদ্রদের স্বল্পমুল্য চাল দরদ্রিদের মাঝে বিতরণ না করে উপকারভোগীদের নাম রেজিষ্টারে নিজেই স্বাক্ষর করে উপজেলার কাঠালবাড়ি মোড়ে তার গুদাম ঘরে অবৈধ ভাবে মজুত রেখে চালগুলো বিক্রি করছেন তিনি। এমন সংবাদের ভিত্তিতে তার গুদাম ঘরে অভিযান চালিয়ে সরকারি অবৈধ ৮৫ বস্তা চালসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

স/অ