শুক্রবার , ৫ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয়পুরহাটে বিদ্যুতায়নের উদ্বোধনের আগে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

Paris
আগস্ট ৫, ২০১৬ ৫:৪০ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একসাথে দুই শিশুর মুত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জুমার নামাযের সময় পাঁচবিবি উপজেলার সোনাপাড়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন হওয়ার আগে তাদের মৃত্যু হয়।

 

নিহত শিশুরা হলো, সোনাপাড়া গ্রামের মাহমুদ হোসেনের ছেলে মাহিন (১০) ও আমিনুল ইসলামের ছেলে সোহাগ (১০)।

 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে উপজেলার সোনাপাড়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন হওয়ার কথা ছিল। দুপুরে অতিথিসহ সকলে মঞ্চ ছেড়ে জুমার নামাজ পড়তে মসজিদে যায়। এসময় স্থানীয় ওই শিশুরা খেলতে গিয়ে মঞ্চের নীচে বিদ্যুতের খোলা তারে  মাইন জরিয়ে পরে। মাহিনকে উদ্ধারের জন্য অপর শিশু সোহাগ তাকে টানতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে সিল্কসিটি নিউজকে বলেন, আকস্মিকভাবে শিশুরা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মৃত্যুবরন করেছে। শিশুদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঁচবিবির মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের হবে বলেও জানান তিনি।

 

আকস্মিক শিশুদের অকাল মৃত্যুতে তাদের পারিবারসহ ওই গ্রামে চলছে শোকের মাতম।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর