জয়পুরহাটে বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ৪

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে একটি ফসলি জমিতে কয়েকজন কৃষক ধানের চারা রোপণ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তাঁরা পাশেই একটি পুকুরের মাছ পাহারার জন্য নির্মিতব্য ঘরের বারান্দায় আশ্রয় নেন। সেখানেই বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত ও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর স্থানীয়রা আহতদের তৎক্ষণাৎ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শী কৃষক মামুনুর রশিদ জানান, আহতরা একটু দূরে থাকায় তাঁরা প্রাণে বেঁচে গেছেন।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, আজ সকালে মাঠে ধানের চারা রোপণের কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত চারজনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রখম আলো